মোঃ রিসালাত মীরবহর
চান্দা ভাইয়ের ধান্দায়
সবাইরে সে কান্দায়,
ভয় দেখিয়ে জয় করে
শক্তি সব ক্ষয় করে।
চান্দা ভাইয়ের ধান্দা দেখে
জনতা সব কান্দা রেখে,
খুজে বেড়ায় মুক্তি পেতে
অবাক সবাই যুক্তি দেখে।
মারো এবার চান্দারে
বন্ধ করো তার ধান্দারে,
চান্দারে এবার ধরে সবাই
নেতায় কয় সেও নাই।
চান্দা ভাইয়ের ধান্দায়
সবাইরে সে কান্দায়,
ভয় দেখিয়ে জয় করে
শক্তি সব ক্ষয় করে।
চান্দা ভাইয়ের ধান্দা দেখে
জনতা সব কান্দা রেখে,
খুজে বেড়ায় মুক্তি পেতে
অবাক সবাই যুক্তি দেখে।
মারো এবার চান্দারে
বন্ধ করো তার ধান্দারে,
চান্দারে এবার ধরে সবাই
নেতায় কয় সেও নাই।
চান্দা এবার নিজে কান্দে
পুলিশ তারে জোরে বান্দে,
আর করবেনা সে চাঁদাবাজি
স্বীকার করে সে ছিলো পাজি।
Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)
Mobile: +88 01516332727 (What's App)