Hot Widget


Type Here to Get Search Results !

বিশ্বে অনলাইন পাঠক তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া

রাশিয়া

মোঃ রিসালাত মীরবহর।। ২০২২ সালের মাঝামাঝি সময়ে অবেলার ডাক সাহিত্য পরিবারের যাত্রা শুরু হয়। এরপর থেকেই নিয়মিত অনলাইন সংস্করণ ও প্রিন্ট সংখ্যা প্রকাশ হতে থাকে। প্রথম দিকে পাঠক সংখ্যা বৃদ্ধি না পেলেও পরবর্তীতে আস্তে আস্তে অনলাইন পাঠক সংখ্যা বৃদ্ধি পায় দেশের বিভিন্ন প্রান্তে।

তবে ইতিমধ্যে দেশের গন্ডি পেরিয়ে ইউরোপের বেশ কিছু দেশে জনপ্রিয় হয়ে ওঠেছে সবার জন্য সাহিত্য ম্যাগাজিন অবেলার ডাক। বিশেষ করে এসব দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস, জার্মানী, আয়ারল্যান্ড, সুইডেনের মতো দেশগুলো। যত দিন যাচ্ছে এসব দেশে তত অনলাইন পাঠক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তবে এবার অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের অনলাইন পাঠক সংখ্যা বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে উঠে এসছে বিশ্বের বৃহৎ দেশ রাশিয়া। এছাড়া প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ ও দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস্। 

এ বিষয়ে অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানান, এমনটি হবে কখনও ভাবিনি আগে। এটি আসলে স্বপ্নের মতো। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের পাঠকরা নিয়মিত অবেলার ডাক পড়বেন এটি আসলে আমার চিন্তার বাইরে ছিলো। এছাড়া রাশিয়ার মতো একটি বৃহৎ ও আধুনিক দেশেও যে অবেলার ডাক এর পাঠক তৈরি হবে এটি কখনও চিন্তা করিনি। তিনি রাশিয়ার সকল পাঠক ও লেখদের আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়া তিনি অবেলার ডাক নিয়মিত পড়ার জন্য রাশিয়া ও ইউরোপের সকল পাঠকদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে তিনি রাশিয়া ও নেদারল্যান্ডসের পাঠকদের প্রতি অত্যন্ত ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

একটি ম্যাগাজিন প্রকাশে অনেক পথ পাড়ি দিতে হয়। যা একার পক্ষে কোনভাবেই সম্ভব হয় না। সবার আন্তরিকতা ও ভালোবাসায় অবেলার ডাক সাহিত্য ম্যাগাজিন আজ বিশ্ব দরবারেও অবদান রাখছে। সম্পাদক মোঃ রিসালাত মীরবহর আরও বলেন, অবেলার ডাক এর সকল লেখক ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। যারা সময় নিয়ে ওয়েবসাইট ও প্রিন্ট সংখ্যার লেখাগুলো পড়েন।

অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনে কে আরও প্রসারিত ও এগিয়ে নিতে রাশিয়া ও ইউরোপের লেখক ও পাঠকদের প্রতি সহযোগীতা প্রত্যাশা করেছেন। সৃজনশীল সাহিত্য চর্চা মানুষ কে তার নতুন পথ তৈরিতে এক যুগন্তকারী ভূমিকা পালন করে। তাই দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে আজ অবেলার ডাক হয়ে উঠেছে একটি জনপ্রিয় অনলাইন মাধ্যম।

সম্পাদক মোঃ রিসালাত মীরবহর আরও বলেন, সমাজে সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার ঠেকাতে কাজ করে যাচ্ছে অবেলার ডাক সবার জন্য সাহিত্য। আশাকরি নৈতিকতার চর্চার মাধ্যমে সত্যিকারের বিবেক জাগ্রত হবে সবার মাঝে।

Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)

☛ আমাদের অনলাইন শপে ভিজিট করুন: OBALARSHOP