------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------‘অবেলার ডাক’। আজীবন নিবন্ধিত লেখক তালিকা
------------------------------------------------------------------------------------------------------------------------------------
০১। মোঃ সিদ্দিক মীরবহর।। তিনি ১৯৫৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের সুজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোহাম্মদ মুজাফ্ফর আলী মীরবহর। মায়ের নাম মোসাঃ সামছুন্নাহার বেগম। তিনি বরিশাল থেকে প্রকাশিত সবার জন্য সাহিত্য ম্যাগাজিন ‘অবেলার ডাক’ একজন নিয়মিত লেখক হিসেবে দেশব্যাপী বেশ পরিচিতি লাভ করেন। তার জনপ্রিয় কবিতাগুলের মধ্যে- ঘুম পড়ানি গান, পরিণাম, সুখ পাখি,ক্ষমতা, নীতিকথা, প্রশ্ন, ওমরের শাসন বেশ উল্লেখযোগ্য। তাছাড়া ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত সৎ ও আদর্শবান মানুষ হিসেবে সর্বজন স্বীকৃত। তিনি সবার সাথে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে অনন্য এক মানুষ। তার আচার-আচরণ অত্যন্ত নম্র, ভদ্র ও মার্জিত। তিনি সবার উপকার করতে পছন্দ করেন। ছোট বেলা থেকেই তিনি সত্য কথা বলতেন। তিনি তার জীবনে অত্যন্ত সৎ থেকে জীবন নির্বাহ করেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। বর্তমানে তিনি বরিশাল সদরে বসবাস করছেন। তার প্রতিটি কবিতা অত্যন্ত সুন্দর ও অর্থবহ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
০২। হুমায়ুন হাবিব।। ১৯৬৩ সালের ০৭ জুলাই পুরনো ঢাকার হাজারীবাগের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হাবিবুর রহমান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং মাতা মরহুমা রোকেয়া রহমান ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি, হাজারীবাগ শাখার একজন সক্রিয় সংগঠক ও সফল গৃহিণী। কবি হুমায়ুন হাবিবের শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, প্রৌঢ় কাল কাটে হাজারীবাগেই। বর্তমানে এই এলাকাতেই অবসর জীবন যাপন করছেন। পেশাগত জীবনে তিনি ছিলেন এমপিওভূক্ত বেসরকারি মাধ্যমিক পর্যায়ের জ্যেষ্ঠ শিক্ষক। সুদীর্ঘ ২৮ বছর সফলতার সঙ্গে শিক্ষকতা করেন এবং শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার, (মেডেল, সনদ ও নগদ অর্থ) অর্জন করেন। তিনি শিক্ষার্থীদের অতি প্রিয় শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা করে আসছেন। তাঁর রচিত অসংখ্য ছড়া, কবিতা, গল্প দেশের প্রায় সকল জাতীয় দৈনিক পত্রিকার ছোটদের পাতায়, বড়দের সাহিত্য আসরে এবং বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহণ করেন। তাঁর প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ৮টি এবং একক কাব্যগ্রন্থের সংখ্যা ৩টি। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। সন্তানদের শিক্ষা জীবন সমাপ্তির পথে। কবির সহধর্মিণী রাজধানীর আজিমপুরের একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক। তিনি বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের একজন নিয়মিত লেখক হিসেবে সবার কাছে অতি পরিচিত। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
------------------------------------------------------------------------------------------------------------------------------------
০৩। মোঃ রিসালাত মীরবহর।। মোঃ রিসালাত মীরবহর ‘অবেলার ডাক’ সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা। তিনি ১৯৮৮ সালের ১৫ জানুয়ারী, ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার সবুজ শ্যামলে ঘেরা রূপসী বাংলার এক অনন্য সুন্দরে ভরপুর সুজাবাদ গ্রামের কুলঘেষে বয়ে যাওয়া সুগন্ধা নদীর তীরে অবস্থিত অত্যন্ত সম্ভ্রান্ত এক মুসলিম পরিবার হিসেবে পরিচিতি ‘মীরবহর’ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ সিদ্দিক মীরবহর এবং মা সৈয়দা উম্মে রুমানা। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার ছোট দুই বোন আছে। তিনি ২০০৪ সালে রায়াপৃুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৬ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে বাণিজ্য বিভাগে কম্পিউটার শাখায় এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন। এছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়ে তার বেশ কয়েকটি সনদ রয়েছে। তিনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এবং ডিজিটাল মাকেটিং এ একজন দক্ষ ও প্রতিভাবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলেন। অন্যদিকে তিনি একজন দক্ষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও আত্মপ্রকাশ করেন। তিনি মৎস চাষের উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করেন। লেখালেখির পাশাপাশি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন জনপ্রিয় দৈনিক পত্রিকায় তার অসংখ্য লেখা রয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ ও কলাম লিখে থাকেন। লেখালেখির পাশাপাশি তিনি সোস্যাল মিডিয়াতেও বেশ সরব। এছাড়া তিনি বরিশাল থেকে প্রকাশিত সবার জন্য সাহিত্য ম্যাগাজিন ‘অবেলার ডাক’ এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দেশব্যাপী বেশ পরিচিতি লাভ করেন। তার জনপ্রিয় কবিতাগুলের মধ্যে- প্রিয় নবীজি, নদীর পাড়ে বাড়ি আমার, আমি হারিয়ে যাই, কতো ভক্ত আর স্বজন, মায়া, স্বার্থ, শিকারি বেশ উল্লেখযোগ্য। এছাড়া তার প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থের নাম হৃদয় আকাশে মেঘ।
------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------------------------------

১. ছুঁইতে পারিনা স্বপ্ন গুলো, ২. অভিমানী মেয়ে, ৩. শান্তির দর্পণ, ৪. সাঁঝের আকাশ, ৫. আগুনের শিখা।। পাঁচটি একক কাব্য গ্রন্থ। জানি না কতটুকু লিখতে পেরেছি আর পাঠকের মনে কতটুকু ভালোলাগার ধুলা দিয়ে যাবে। তবু সকলের দোয়া ভালোবাসা নিয়ে বেঁচে যেনো থাকতে পারি এটাই প্রত্যাশা বরাবরের মত। কারো জীবনের গল্প লিখে শেষ করা সম্ভব পর নয়, জীবনের গল্পটা লিখতে গেলে কি যেনো কিছু একটা সংলাপ বাকি রয়ে গেলো এমনটাই মনে হয়। তবু কিছু কথা সংক্ষেপে তুলে ধরার এ যেনো এক ব্যর্থ প্রয়াস মাত্র। ভুল ত্রুটি মার্জনীয়।
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
[ প্রয়োজনে হেল্প লাইনের সহযোগীতা নিন]
[ হেল্প লাইন: +8801516332727 (Only What's App) ]
[ হেল্প লাইন: +8801516332727 (Only What's App) ]
-------------------------------------------------------------------------------------------------------------
✔ প্রয়োজনীয় লিংকঃ
-------------------------------------------------------------------------------------------------------------
Join Us:
Page: Obalardak
Profile: অবেলার ডাক
Editor: Risalat Mirbahar
Group: অবেলার ডাক সাহিত্য পরিষদ
-------------------------------------------------------------------------------------------------------------