-------------------------------------------------------------------------------------------------------------
[সবার জন্য সাহিত্য] [আসুন মাদক মুক্ত সমাজ গড়ি] [দেখুন, পড়ুন, শিখুন আর লিখুন]
--------------------------------------------------------------------------------------------------------------
আসসালামু আলাইকুম।
সম্মানিত প্রিয় লেখক/পাঠক, কবি ও সাহিত্যিক। আশা করি ভালো আছেন। অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের ওয়েবসােইটের কোন লেখা যদি আপনার ভালো লাগে কিংবা আপনাকে আনন্দ দেয় অথবা আপনার কোন উপকারে আসে, তাহলে আপনি চাইলে আমাদের আর্থিক সহযোগীতা প্রদান করতে পারেন। আপনাদের সহযোগীতায় এই সাইটি চালিয়ে যেতে এবং অবেলার ডাক প্রিন্ট সংখ্যা প্রকাশে আমাদের সাহায্য করবে। আপনার জন্য শুভকামনা। সুন্দর হোক আপনার আগামী দিনের পথ চলা।
আমাদের বিভিন্ন সামাজিক কর্মকান্ড:
➦ মাদক মুক্ত সমাজ গড়তে আমরা বিভিন্ন রকম প্রচারণা করে থাকি।
➦ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণ করে থাকি।
➦ সাহিত্য চর্চাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কে বই পড়ার প্রতি উৎসাহী করে তুলি।
➦ আমাদের রয়েছে একঝাক সেচ্ছাসেবী। যারা দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে অসহায় মানুষের সহযোগীতায় এগিয়ে আসে।
-------------------------------------------------------------------------------------------------------------
✔ লিংকঃ
➦ লেখক নিবন্ধন করুন (নিবন্ধিত লেখকদের ফ্রি পরিচয় পত্র প্রদান করা হবে)
-------------------------------------------------------------------------------------------------------------
লেখা পাঠাতে:
প্রকাশক ও সম্পাদক