মোঃ রিসালাত মীরবহর।। ২০২২ সালে অবেলার ডাক সাহিত্য পরিবারের যাত্রা শুরু হয়। এরপর থেকেই নিয়মিত অনলাইন সংস্করণ ও প্রিন্ট সংখ্যা প্রকাশ হতে থাকে। প্রথম দিকে পাঠক সংখ্যা বৃদ্ধি না পেলেও পরবর্তীতে অনলাইন পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। শুধু দেশে নয় বরং দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাঠক জনপ্রিয়তা পায় সবার জন্য সাহিত্য ম্যাগাজিন অবেলার ডাক। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত অনলাইন পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
আজ অবেলার ডাক সবার জন্য সাহিত্য পত্রিকার ওয়েবসাইটে ৫০ হাজার ভিউজ সম্পন্ন হলো। এ বিষয়ে সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানিয়েছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের দীর্ঘ পরিশ্রমের পর অবেলার ডাক অনলাইন ভিউজ সংখ্যা দাড়িয়েছে ৫০ হাজারে। অর্থাৎ অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিবারের যাত্রা শুরুর পর থেকে দেশ ও বিদেশের অগনিত পাঠক ওয়েবসাইটের লেখাগুলো দেখেছেন এবং পড়েছেন। তিনি আরও জানান, এটি একটি চমৎকার সময়। আমি খুবই আনন্দিত এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি জানান, এটা আমার কাছে অনেক বড় একটি সাফল্য। ৫০ হাজার ভিউজ হওয়ায় দেশ ও বিদেশের সকল লেখক, পাঠক ও সাহিত্যিক সহ সর্ব স্তরের মানুষের প্রতি তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানান, সৃজনশীল সাহিত্য চর্চার মাধ্যমে দেশ ও বিদেশে পাঠক তৈরির মাধ্যমে সামাজিক ও নৈতিক অবক্ষয় ঠেকাতে কাজ করে যাচ্ছে অবেলার ডাক সবার জন্য সাহিত্য। তিনি আরও জানান, সবার সহযোগীতা পেলে অবেলার ডাক সবার জন্য সাহিত্য মানুষের জন্য কাজ করে যেতে প্রস্তুত রয়েছে।
ইতিমধ্যে সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধ সহ মাদকের বিস্তার ঠেকাতে বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ‘অবেলার ডাক’। অবেলার ডাক মূলত একটি অরাজনৈতিক ও অশ্লিলতা মুক্ত পত্রিকা। যেখানে সকল বয়সী পাঠকরা এটি পড়তে পারেন।