মোঃ রিসালাত মীরবহর
দম ফুরিয়ে গেলে
দম ফুরিয়ে গেলে
আমার নাম হবে লাশ,
নিচে থাকবে মাটি আর
উপরে থাকবে কেবল বাঁশ।
উপরে থাকবে কেবল বাঁশ।
কত ছিল বন্ধু-বান্ধব
আর কত ছিল স্বজন,
রুহ না থাকলে সবই পর
থাকবেনা আর কেউ আপন।
মাটির দেহ মাটিতে যাবে
খাবে পোকা মাকড়,
আমি কেবল শুণ্য হাতে
গুণবো দিন আর প্রহর।
হিসেবের খাতা খুলবে যখন
পাপ-পূণ্যের করবে ওজন,
ভুলের মধ্যে পড়ে ছিলাম
করেছি কত সময় খতম।
অন্ধাকার কবরে থাকবো একা
সঙ্গী রবে না কেহ,
কত ভালো বেসেছি তারে
কবরে পর হবে সেও।
যাদের কাছে ছিলাম আমি
অতি যত্নে জীবনভর,
তারাও আজ পর হয়েছে
থাকছি কেবল ছোট্ট ঘর।
যত করো বাহাদুরি
যতইবা অহংকার,
সবকিছুরই শেষ আছে
আপন হবে শুধু কবর।