--------------------------------------------------------------------------------------------------------------
সবার জন্য সাহিত্য। দেখুন, পড়ুন, শিখুন আর লিখুন। “আসুন মাদক মুক্ত সমাজ গড়ি”
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
(নোটিশ-০১)
আসসালামু আলাইকুম।
সম্মানিত প্রিয় গুণী কবি, লেখক ও সাহিত্যিক বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে সাপ্তাহিক ই-পেপার ও মাসিক ই-পেপারের জন্য অবেলার ডাক সাহিত্য পরিষদ গ্রুপ থেকে লেখা নির্বাচন করা হবে। তাই ই-পেপারে প্রকাশের জন্য কোন লেখা ই-মেইলে না পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ই-মেইলে শুধুমাত্র অবেলার ডাক প্রিন্ট সংখ্যা/ম্যাগাজিনের জন্য লেখা পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
(নোটিশ-০২)
আসসালামু আলাইকুম।
সম্মানিত প্রিয় গুণী কবি, লেখক ও সাহিত্যিক বন্ধুরা ღঅবেলার ডাকღ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের মে ২০২৫ এর প্রিন্ট সংখ্যার কাজ চলমান রয়েছে। এটি হবে ღঅবেলার ডাকღ ম্যাগাজিনের ৯ম সংখ্যা। উক্ত সংখ্যায় বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশনা:-
➦ অবেলার ডাক। সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের ৯ম সংখ্যাটি সবাই নিজ নিজ দায়িত্বে সংগ্রহ করে নিবেন। ম্যাগাজিন সংগ্রহের বিষয়ে কাউকে অফিস থেকে কোন প্রকার ফোন কল করা হবে না। সেক্ষেত্রে আমাদের অফিসের হোয়াটস্ এ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। Contact: 01516332727 (What's App)
➦ ম্যাগাজিন প্রকাশের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে প্রি-অর্ডার নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনার কুরিয়ার বাতিল বলে গণ্য হবে এবং সেক্ষেত্রে ‘অবেলার ডাক’ কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না। এছাড়া নির্ধারিত সময়ের পর অবেলার ডাক ম্যাগাজিনের কোন প্রিন্ট কপি ডাক/কুরিয়ারে পাঠানো সম্ভব নয়।
➦ লেখক তালিকা প্রকাশের পর ম্যাগাজিনের কপি সংগ্রহ করতে ওয়েবসাইটের পেমেন্ট অপশনে গিয়ে নির্ধারিত টাকা পেমেন্ট করে আপনার কপিটি নিশ্চিত করুন এবং ম্যাগাজিনের কপিটি ডাক/কুরিয়ারে পেতে অবশ্যই PAYMENT SYSTEM OF OBALARDAK (PSO) ফরমটি সঠিক তথ্য প্রদান করে পূরণ করুন।
(নোটিশ- ০৩)
আসসালামু আলাইকুম।
সম্মানিত প্রিয় লেখক, কবি ও সাহিত্যিক বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন। 🖊️ღঅবেলার ডাকღ’ সবার জন্য সাহিত্য পরিষদ দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে সাহিত্য বিষয়ে সেবা দিয়ে আসছে এবং একসাথে এক ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
কিন্তু অতি সম্প্রতি 🖊️ღঅবেলার ডাকღ সাহিত্য পরিষদের নাম করে কিছু অসাধু লোক আর্থিক বিষয়ে কিছু অনিয়মের চেষ্টা করছে। যা খুবই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। তাই ভবিষ্যতে আমাদের বিভিন্ন সেবা প্রাপ্তীর ক্ষেত্রে 🖊️ღঅবেলার ডাকღ সাহিত্য পরিষদের সম্মানিত প্রকাশক ও সম্পাদক ব্যতীত অন্য কারও সাথে আর্থিক বিষয়ে লেনদেন না করার অনুরোধ রইলো। এছাড়া সরাসরি আমাদের পেইজের ইনবক্সে অথবা অফিসিয়াল হোয়াটস্ এ্যাপে যোগাযোগ করে আপনার সেবাটি গ্রহণের বিনীত অনুরোধ রইলো।
উল্লেখ্য, লেনদেনের জন্য আমরা দু’টি অফিসিয়াল নাম্বার ব্যবহার করে থাকি। বিকাশ: 01771104066 (পার্সোনাল), রকেট: 01771104066 (পার্সোনাল), নগদ: 01516332727 (পার্সোনাল)।
উক্ত নম্বর ব্যতীত যদি কেউ অন্যকোন নাম্বরে আর্থিক লেনদেন করেন তবে তার জন্য 🖊️ღঅবেলার ডাকღ কর্তৃপক্ষ কখনও দায়ী থাকবে না। উল্লেখ্য, আমাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত সকল তথ্য প্রদান করা রয়েছে।
-------------------------------------------------------------------------------------------------------------
পেমেন্ট করতে চাই
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
লেখা পাঠাতে:
E-mail: obalardak@gmail.com
Contact: 01516-332727 (Only What's App)
প্রকাশক ও সম্পাদক