মোঃ রিসালাত মীরবহর।। আপনি বলছেন আপনি একাকীত্বে ভুগছেন এবং সেটা থেকে বাঁচতে চাইছেন। আমি বলবো আপনি যদি নিজেকে একাকী ভাবেন এবং সেখান থেকে যদি বাঁচতে চান তবে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না। কারণ আপনি নিজেই ভাবছেন আপনি একা। অর্থাৎ একাকী হচ্ছে আপনার ভাবনা আর বাঁচতে চাওয়াটা হচ্ছে আপনার একধরনের টার্গেট। সাধারণত কোন কোম্পানিতে চাকরি করলে নিশ্চিত টার্গেট অর্জন করতে হয়। অর্থাৎ জীবনকে আপনি টার্গেটের মধ্যে ফেলে দিচ্ছেন। আসলে কি জীবন তাই?
সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চারপাশে অসংখ্য মানুষ রয়েছে অথচ আপনি বলছেন আপনি একাকীত্বে ভুগছেন। সবার মাঝে থেকে মানুষ কিভাবে একাকী হয়? যদি এমন হোত যে আপনি কোন এক নির্জন দ্বীপে বাস করছেন যেখানে কোন জনমানবের অস্তিত্ব নেই তবে হয়তো ধরে নেওয়া যেত যে, আপনি একাকীত্বে ভুগছেন। কিন্তু তা তো না। তার মানে হচ্ছে একাকীত্ব কথাটি আপনার নিজের তৈরি। যা আপনি নিজে ইচ্ছে করে ভাবছেন।
মহান আল্লাহ আমাদের অতি যত্ন সহকারে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখনও বেঁচে আছি। আপনি পৃথিবীতে এতগুলো মানুষের মধ্যে থেকে যদি বলেন আপনি একা। তাহলে যারা পৃথিবীর মায়া ত্যাগ করে ইতিমধ্যে একাকী জীবন নিয়ে পরপারে চলে গেছেন তাদের কি বলবেন?
মহান আল্লাহ আপনাকে আমাকে অনেক অনেক ভালোবেসে অত্যন্ত যত্ন করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিঁনি সবসময় আপনার আমার সাথে থাকেন। শুধু তাই নয় তিঁনি আমাদের সকল দায়িত্ব নিয়ে নিয়েছেন। মহান আল্লাহ বলেন, তোমরা আমার কাছে আশ্রয় চাও। অথচ আপনি মহান আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে বরং একাকীত্ব অনুভব করছেন। যার সাথে মহান আল্লাহ সবসময় থাকেন সে কখনও একাকী হয় না। এটা সম্ভব না। যদি পৃথিবীর সবাই আপনার দিক থেকে মুখ ফিরিয়েও নেয় তবুও আপনি একা নন। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি সবসময় আপনার পাশে আছেন। ফিরে আসুন মহান ঐ রবের দিকে। যিনি আপনাকে অতি যত্নে সৃষ্টি করেছেন।
সবচেয়ে ভালো হয় আপনি এমন কোন ভালো কাজ করুন যাতে মানুষ আপনাকে খুজে নেয়। এই যেমন ধরুন আমি আপনাকে সুন্দর পরামর্শ দিলাম। এখন আপনি আমার প্রোফাইল ঘেটে জানতে চাইলেন আমি কে? পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমার প্রোফাইল ঘেটে দেখলেন। এটা আমার অনেক বড় সৌভাগ্য। আমি কিছু একটা ভালো কাজ করেছি যাতে আপনি বাধ্য হয়েছেন আমাকে খুজতে।
আপনার চারপাশের মানুষগুলোকে ভালোবাসতে শিখুন। সব অনুভূতি গুলোকে সুদৃষ্টি দিয়ে দেখুন। সুন্দর চিন্তা করার চর্চা করুন। সবার সাথে ভালো ব্যবহার করুন। মানুষের উপকারে আসুন। নিজেকে মানুষের কল্যাণে উৎসর্গ করুন। তাহলে আপনার আমার জীবন হবে এক অনন্য সুন্দর আর অনাবিল আনন্দের।
মাঝে মধ্যে আমার কাছে মনে হয়, মানুষ কখনও একাকী হয় না বরং মানুষ সবার মাঝে থেকে একাকী হওয়ার ভান করে মাত্র, যা তার নিজের সৃষ্টি।
Mobile: +88 01516332727 (What's App)