Hot Widget


Type Here to Get Search Results !

ছন্নছাড়া


ছন্নছাড়া
মোঃ রায়হান কাজী
  এই যে হাওয়া ছন্নছাড়া রঙিন দিগন্তে ক্ষুদ্র মায়া, সবুজ অরণ্য বসে একা এই চিত্রকর্ম আমার চেনা। দূর আকাশের নীলচে রেখা হঠাৎ মেঘের ধূসর ছায়া, অগ্নিস্ফুলিঙ্গের পারদ আঁকা গুড়ুম গুড়ুম শব্দে দিশেহারা। ছুটছে সবাই দিকবিদিক শুন্য বৃষ্টি মাঝে যেন অমৃত শুধা, বসুন্ধরা সেজেছে আবার পুষ্পকুঞ্জেই সৌন্দর্যের রূপরেখা। এই যে পাওয়া নিটোল মায়া আঁকড়িয়ে আছে হৃদপিন্ডটা, ভালোবাসার শিল্পী আমি প্রকৃতির হাওয়ায় ছন্নছাড়া। মতলব, চাঁদপুর।