রকিবুল ইসলাম
ধনী যারা আছো ভবে,
যাকাত দিতে সকলেই হবে,
নীল দিগন্ত রেখার পানে
অস্তমিত হয়েছে,
শাবানের রাঙা শশী
পশ্চিম দিগন্তে মিলেছে।
নব চন্দ্রের দর্শন
বিদায় নিয়েছে শাবান,
এসেছে রমজান।
এসো মুমিন দলে দলে
শুনি আল কোরআনের ঐশী বাণী,
সবাই মিলে করব আমল
পড়বো নামাজ,
দূরীভূত হবে পাপ
এসেছে রমজান।
ওই শোনো মুয়াজ্জিন ডাকে
সময় যে শেষ হলো বুঝি!
সাহরী খাও, সাওম ব্রত করতে পালন
পাবে আল্লাহর রহমত,
সময় যে শেষ হলো বুঝি!
সাহরী খাও, সাওম ব্রত করতে পালন
পাবে আল্লাহর রহমত,
এসেছে রমজান।
যাকাত দিতে সকলেই হবে,
সদকা দাও, কায়েম কর প্রভুর আইন
পুরস্কার পাবে জান্নাত,
এসেছে রমজান।
যশোর, বাংলাদেশ।