শামীমা বেগম
একটু সময় হেলায় ফেলায়
কাটিয়ো না তুমি ভাই,
তাকিয়ে দেখো সারা বিশ্বে
রহমতের হাওয়া বয়ে যায়।
বরকতময় এই রমজান হলো
সকল মাসের রাণী,
এই মাসে তেই পূণ্য কামিয়ে
ঘোচাও পাপের গ্লানি।
ওই মাসে তে বান্দার সওয়াব
সত্তরগুণ যায় বেড়ে,
মুসলমানের তাকওয়ার কাছে
ইবলিশ ও যায় হেরে।
রমজান এলে সবার মনে
হর্ষ জৌলুসে ভাসে,
মাসের শেষে ঈদের দিনে
আনন্দে দিন কাটে।
বাগবাড়ি, নরসিং টিলা, সিলেট।