খোকা খাবে সাহরি
তাছলিমা আক্তার মুক্তা
খোকন সোনা বেজায় খুশি
আজকে খাবে সাহরি,
মা রাত্রিবেলা রান্না করে
মাছ মাংস তরকারি।
খেতে বসে খোকন বলে
আমায় খেতে দাও সাহরি,
মা তাকে ভাত খেতে দিলে
তার মুখ হয়ে যায় ভারী।
আমি কেন ভাত খেতে যাবো
তোমরা যে খাও সাহরি,
কিচ্ছুটি সে খাবে না বলে
বসে আছে জেদ ধরি।
কেমন করে বুঝাই তারে
মাংস ভাত আর তরকারি,
রোজার মাসে মধ্য রাতের
খাবারের নাম সাহরি।
এবার খোকার রাগ কমেছে
দাও ভাত দাও তাড়াতাড়ি,
তোমাদের মতো আমিও খাবো
দুধ কলা ভাত সাহরি।
খোকন সোনা বেজায় খুশি
আজকে খাবে সাহরি,
মা রাত্রিবেলা রান্না করে
মাছ মাংস তরকারি।
খেতে বসে খোকন বলে
আমায় খেতে দাও সাহরি,
মা তাকে ভাত খেতে দিলে
তার মুখ হয়ে যায় ভারী।
আমি কেন ভাত খেতে যাবো
তোমরা যে খাও সাহরি,
কিচ্ছুটি সে খাবে না বলে
বসে আছে জেদ ধরি।
কেমন করে বুঝাই তারে
মাংস ভাত আর তরকারি,
রোজার মাসে মধ্য রাতের
খাবারের নাম সাহরি।
এবার খোকার রাগ কমেছে
দাও ভাত দাও তাড়াতাড়ি,
তোমাদের মতো আমিও খাবো
দুধ কলা ভাত সাহরি।
ভালুকা, ময়মনসিংহ।