Hot Widget


Type Here to Get Search Results !

Add 04

পাখির ডাক



পাখির ডাক
মিজানুর রহমান

রাতের আকাশ কেটে গিয়ে
আঁধার গেল ভেগে,
পাখি সবের ঘুম ভেঙেছে
সূর্য উঠল জেগে।

কিচিরমিচির শব্দ তুলে
তাসবিহ্ জপছে পাখি,
ডাকছে মানুষ ওঠো এখন
খোলো দুটো আঁখি।

রবের পানে ধাবিত হও
মানো যত আদেশ,
তাঁর হুকুমে চললে পাবে
মনে শান্তি অশেষ।

জীবন সাজাও রবের প্রেমে
তাঁর চাহিদা মতো,
দিবেন তিনি পূর্ণ করে
ইচ্ছে আছে যত।

আগৈলঝাড়া, বরিশাল।

Add 04

Add 04