সংসার
সৈয়দ রেজাউল ইসলাম (লিটন)
সংসারে ফুল ফোটে
বৌ ঘরে হাসলে,
ফুল থেকে ফল হয়
স্বামী ভালবাসলে।
পাশাপাশি থাকা শুধু
কথা থাকে বন্ধ,
বুঝে নিও সংসারে
লেগে গেছে দ্বন্দ।
সংসার তরী যেন
অবিরাম ছুটছে,
সুখ নামের সূর্যটা
উঠছে আর ডুবছে।
চাল, ডাল, তেল, নুন
গুড়ো গুড়ো মসলা,
সংসারী নৌকায় যারা ভাই বসলা
সাবধান! সংসারে উঠে ঝড়-পশলা।
সংসার মানে হল
গোপনীয় ফাঁদ,
কেউ ফাঁদে ধরা খায়
আর কেউ পায় চাঁদ।
সংসার জায়গাটা
অদ্ভত আসন,
বর-বৌ রাজা-রানী
করে যায় শাসন।
চাচৈর, ঝালকাঠি।