অসহায় ঈদ
দিদার হুসাইন
মাগো আবার ঈদ এসেছে
নতুন জামা কই?
খাচ্ছে সবাই শিরনী পায়েস
আরো মজার দই।
তোর বাবাতো মারা গেলো
বছর দুয়েক আগে,
থাকলে তোদের কিনে দিতো
নিয়ে যেতো বাগে।
এখন তোরা এতিম শিশু
কে দিবে আজ জামা,
আমি না হয় ভিক্ষা করবো
কান্নাটা আজ থামা।
পরের বাড়ি কাজ করে মা
আনছে খাবার আজ,
পায়নি টাকা তাইতো তাহার
কপাল পরে ভাঁজ।
জামা কিনার জন্য মা যে
হচ্ছে অনেক পেরেশান,
কোন উপায় না পেয়ে আজ
ওষ্ঠাগত তাহার প্রান।
বাড়ির পাশের ধনীরা আজ
বাড়ায় যদি দানের হাত,
সবার মুখে ফুটতো হাসি
আসতো সুদিন সুপ্রভাত।
এমন না হোক আর কখনো
দূর হয়ে যাক মন্দ কাজ
মানবতার জন্য হলেও
সৎপথে থাক এ সমাজ।
নোয়াখালী সদর, নোয়াখালী।