Hot Widget


Type Here to Get Search Results !

Add 04

ওমরের শাসন

ওমরের শাসন

ওমরের শাসন
মোঃ সিদ্দিক মীরবহর


ওমরের মতো মহান নেতার
কখন জন্ম হইবে?
কঠোর হস্তে শাসনের ভার
বিধাতাই তাহাকে দিবে।

থাকিবেনা কোন সুদ ঘুষ খাওয়া
জুলুম-অত্যাচার,
ন্যায় পরায়ন শাসক হইবে
থাকিবেনা আপন পর।

রাজকীয় প্রসাদ থাকিবেনা তাহার
সাধারণ ভাবে বসবাস,
জনগণ থাকিবে মহা সুখেতে
শান্তিতে বারো মাস।

থাকিবেনা আর চাঁদাবাজি, ছিনতাই
ডাকাতি বলে কোন কথা,
হত্যার বিনিময়ে হত্যা করিবে
কাটিতে হইবে মাথা।

অভাব অভিযোগ থাকিবেনা আর
মানুষ হইবে সুখী,
নিজ নিজ কাজে ব্যাস্ত থাকিবে
খুজিয়া পাইবে না দুঃখী।

নলছিটি, ঝালকাঠি।

☛ আমাদের অনলাইন শপে ভিজিট করুন: OBALARSHOP