নষ্ট সমাজ
নষ্ট সমাজের নষ্ট বাসিন্দা
বলি কষ্ট পেয়ে কি লাভ?
হাজার জনের হাজার মত
আছে আরো কতো ভাব?
মানুষগুলো সব পুতুল হয়ে
নাচছে দিন রাত,
টাকার পাহার গড়ছে অনেকে
মানবতা কে বলি ওসব বাদ।
হিংসা, বিদ্বেষ, হানাহানি
মারামারিতে আছি বেশ,
দেশটা বুঝি হয়ে যাবে
এবার প্রতিহিংসায় শেষ।
রাজনীতি আর কুটনীতিতে
জাহির করি নিজেকে,
অন্যের সম্পদ নষ্ট করি
বিবেকবান বলো ভবে কে?
আমরা ভাই সাধারণ মানুষ
কষ্ট নিয়েই মোদের বাস,
একটু এদিক সেদিক হলেই
চোখ রাঙ্গিয়ে বলে মারবো ঠাস ঠাস।
বলি ওহে জওয়ান
যাবে না কি পরপারে?
শক্তি অনেকের ছিলো
তারা তো এখন রয়েছে কবরে।