মোঃ রিসালাত মীরবহর।। মানব জীবন হচ্ছে একটি জটিল ও কঠিন প্রক্রিয়া। যারা জীবনের এসব জটিল ও কিঠিন প্রক্রিয়াকে উপেক্ষা করে চলতে পারে কেবলমাত্র তারাই জীবনের চরম সার্থকতা উপভোগ করতে পারে। অন্যদিকে মানব সুখ কিংবা শান্তি অল্প হয়ে স্বল্প সময়ের জন্য ধরা দেয় মানব জীবনে। যা কিনা চরম ব্যর্থতার পরিচয় বহন করে কখনও কখনও। তবুও কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে মানব জীবন অতিবাহিত হয় অত্যন্ত তিক্তরূপে। মানুষকে মেনে নিতে হয় তার নির্ধারিত ভাগ্যে বিপর্যয়কে। কোন মানুষই পরিপূর্ণ সুখ অর্জন করতে সক্ষম হয় না। আবার কেউ তার সমগ্র জীবনব্যপী দুঃখ কিংবা দুর্দশার মধ্যে দিয়ে জীবন যাপন করতে চায় না। ভাগ্যে অন্মেষনে মানুষ সর্বদাই গতিশীল হয়ে উঠতে চায়। সে চায় তার ভাগ্যেকে পরিবর্তন করতে। কিংন্তু কঠিন বাস্তবতা তাকে তার গন্তব্যে পৌছাতে দেয় না।
জীবনের চরম ব্যর্থতা, দুঃখ, বেদনা, মান, অভিমান, প্রেম, বিরহ, ছলনা, প্রতারনা কিংবা নিজের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় জীবনের সমগ্র মূহুর্তগুলোকে। এখানে সুখের আশায় মানব সময় অপচয় হয় নিরন্তন পথ চলার মধ্যে দিয়ে। তবুও মানুষ থেমে থাকে না, তার পথ চলাকে বন্ধ করে না, ছুটে চলে অক্লান্ত পথিকের ন্যায়। জীবনের শেষ মূহুর্তগুলো যখন চলে আসে তখন সে অতীতে ফিরে আসতে চায় তার সেই পুরানো স্মৃতিবিজড়িত জীবনে। শেষ জীবনের অবচেতন মূহুর্তগুলো তখন তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বঞ্চিত সময়ের মধ্যে দিয়ে সে পার করছে।
তবুও এই মুহূর্তগুলোতেও সে সচল থেকে জীবনকে উপভোগ করতে চায় নিদারুণ ভাবে। কিন্তু জটিল ও কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সে তার বার্ধ্যক্যের শেষ সময়গুলো কাটায় একাকী, নীরবে নির্ভৃতে। পরন্ত বিকেলের মত তার জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। একসময় চির বিদায় নেয় তার জীবন নামক অস্তিত্ব। সে হারায় তার প্রাণ, আর পরে থাকে তার শূণ্য খাঁচা নামক দেহ। মানুষের এই পথ চলার যেমন কোন শেষ নেই, তেমনি জীবনের পরে জন্ম নেয় আরেক জীবন। রেখে যাওয়া তার উত্তরসুরীরাই আবার নতুন করে পথ চলতে শুরু করে। এভাবেই চলতে থাকে মানুষ্য জীবনে প্রাণের অস্তিত্বের বহিঃপ্রকাশ।
Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)