
কুসংস্কার
রানা বর্তমান
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে
মোরগ ডাকলে ভোর,
কুকুর ডাকলে লেজ গুছিয়ে
ছিটকে পালায় চোর।
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ,
হঠাৎ কোন বিপদ নাকি
কাকে ডাকার কারণ।
পাখি ডাকলে কুটুম আসে
মিষ্টি হাতে নিয়ে,
বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
সত্য-মিথ্যা যাচাই করি
টিকটিকির টিক টিক ডাকে,
বউ পাগল হয় সেই ছেলেটি,
ঘাম থাকে যার নাকে।
হঠাৎ করে চোখ কাঁপিলে
দুঃখ আসে বটে,
বসা নাকি যাবে না
ঐ ঘরেরই চৌকাঠে।
যাত্রা নাকি অশুভ হয়
দেখলে খালি কলস পথে,
কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে ডান হাতে।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা,
কুসংস্কারে আমরা আজও
চোখ থাকিতে কানা।