Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

অবেলার ডাক সম্পাদকের আত্মীয় দেশ বরেণ্য একুশে পদক প্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই


অবেলার ডাক।। একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা জামালউদ্দিন হোসেন কানাডায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। একসময় টেলিভিশন ও মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার কানাডার ক্যালগ্যারিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মারা গেছেন জামালউদ্দিন হোসেন। ক্যালগ্যারিতেই আজ বাদ জোহর তার মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সূত্রটি আরও জানায়, জামালউদ্দিন হোসেন ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে প্রবাস জীবন শুরু করেন। এরপর ১১ বছর নিউইয়র্ক সিটির বিল্ডিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছেন তিনি। জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে মেয়ের কাছে থাকতেন এই গুণী শিল্পী। চিকিৎসকদের তথ্যানুযায়ী, তার মূত্রসংক্রমণ ও নিউমোনিয়া হয়েছিল। এসব কারণে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারতেন না তিনি। তাই তাকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।

১৯৪৩ সালের ৮ অক্টোবর ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন জামালউদ্দিন হোসেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারের সঙ্গে চট্টগ্রামে চলে আসেন তিনি। চট্টগ্রামে স্কুল-কলেজ পেরিয়ে বুয়েটে ভর্তি হন। ১৯৬৫ সালে বুয়েটের শিক্ষাজীবন শেষে চট্টগ্রাম স্টিল মিলসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি শুরু করেন। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। ১৯৭৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে তার পৃথক নাট্যদল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল যাত্রা শুরু করে। অভিনয়ের পাশাপাশি মঞ্চে কয়েকটি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রানী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’।

মঞ্চ অভিনয়ের পর তিনি টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৩ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। তার স্ত্রী রওশন আরা হোসেন গুণী অভিনেত্রী। ১৯৬৫ সালে তারা বিয়ে করেন। এই গুণি দম্পতিকে একসঙ্গে অনেক নাটকে দেখা গেছে। ২০১৮ সালে আন্তর্জাতিক বাংলা উৎসব ও মুক্তধারার বইমেলায় তারা যৌথভাবে ‘বেলাশেষে’ নামের একটি নাটকে অভিনয় করেন।

উল্লেখ্য, দেশ বরেণ্য অভিনেতা জামালউদ্দিন হোসেন অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক মোঃ রিসালাত মীরবহর এর আত্মীয় হন। সম্পাদকের আপন বড় মামীর আপন ছোট ভাইয়ের শশুর হন তিনি। ২০০৪ সালে রাজধানী ঢাকার একটি কনভেনশন হলে আপন মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গুণী এই দম্পত্তির সাথে সম্পাদকের প্রথম দেখা হয়। তার মৃত্যুতে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন। এছাড়া সম্পাদক মোঃ রিসালাত মীরবহর আরও জানান, এই দম্পত্তি ছিলেন বাংলা নাট্যজগতের এক উজ্জল নক্ষত্র। বাংলা নাটকে তাদের জুটি ছিল খুবই অসাধারণ।

Tags