ভোলা প্রতিনিধি, নাঈম।। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ইং সোমবার সকাল ১০ ঘটিকায় ভোলা জেলার চরফ্যাশনে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাবে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব মোঃ মহীউদ্দীন, উপজেলা সহকারী পোগ্রামার জনাব মোঃ বিল্লাল হোসেন, চর ফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসলিমা বেগম, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের জেলা প্রতিনিধি মোঃ নাঈম, সাধারণ সম্পাদক- মোঃ নাজমুস সাকিব মাহিম, সহ-সাধারণ সম্পাদক- ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- অন্বয় দাস সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের সুস্থ ধারার সাহিত্য চর্চার বিষয়ে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উৎসবমুখর পরিবেশে স্বরচিত কবিতা, সৃজনশীল লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আগামী মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অবেলার ডাক কর্তৃপক্ষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসকল শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার হিসেবে বই বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানান, বর্তমান প্রজন্মের তরুন-তরুণী শিক্ষার্থীরা যাতে স্কুল পর্যায় থেকেই সুস্থ ধারার সাহিত্য চর্চা করতে পারে তার জন্য চেষ্ঠা করে যাচ্ছে অবেলার ডাক। তিনি আরও জানান, এই ধারাটি চলমান রাখতে পারলে কিশোর পর্যায় থেকে কিশোর অপরাধ ও মাদকের মতো অন্যান্য ভয়ানক বিস্তার থেকে নিস্তার পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী মাসে ভোলার চরফ্যাশনের বিভিন্নি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বই বিতরণ করতে যাচ্ছে অবেলার ডাক। তাই তিনি সমাজের সকল উচ্চ শ্রেণীর মানুষকে সাহিত্য চর্চায় অবদান রাখার জন্য এগিয়ে আসার উদার্ত আহ্বান জানান।
এছাড়া উক্ত বই বিতরণী অনুষ্ঠানে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কেউ বই পাঠাতে পারেন কিংবা আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আপনিও হতে পারেন এমন সুন্দর উদ্যোগের গর্বিত অংশীদার।