Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

সমাজে ভালো মানুষের কদর না থাকায় ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা: মোঃ রিসালাত মীরবহর

মোঃ রিসালাত মীরবহর।। দিন দিন আমরা আমাদের নৈতিক মনোভাব থেকে দূরে সরে যাচ্ছি। কাউকে উপকার করার পরিবর্তে আমার তার জন্য বিপদ ডেকে আনছি। ফলে পরিবার, সমাজ ও রাস্ট্রে এর ব্যাপক প্রভাব পড়ছে। কারণ বিভিন্ন ভাবে আমরা আমাদের নৈতিক চর্চাগুলো হতে বেড়িয়ে আসছি। যার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানা অপ্রীতিকর ঘটনা। এসকল ঘটনায় যারা ভুক্তভোগী তারা হারাচ্ছেন তাদের সর্বস্ব। নৈতিক এই চর্চা কেবলমাত্র একশ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নৈতিক চর্চার আলো ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। যাতে করে সবাই তাদের নৈতিক চর্চার মাধ্যমে সুন্দরভাবে তাদের পরিবার, সমাজ কিংবা রাস্ট্রকে গড়ে তুলতে পারে।

অর্থ যখন দুর্ভোগ ডেকে আনে: আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অগাধ অর্থ-সম্পদের মালিক। কিন্তু তাদের মধ্যে অনেকে সমাজ, দেশ কিংবা রাস্ট্রের উপকারে আসেন না। বরং তারা বিভিন্ন ভাবে তাদের অর্থকে খারাপ ভাবে পরিচালিত করেন। যারা পরিপ্রেক্ষিতে সমাজে নানা অন্যায় প্রতিষ্ঠা হয়। আর এসব অন্যায়ের ভুক্তভোগী হন অসংখ্য সাধারণ মানুষ। ধরুন আপনি এমন একজন মানুষ কে আর্থিক ভাবে সহযোগীতা করলেন যিনি আপনার অর্থের উপর ভর করে সমাজ ও রাস্ট্রে অরাজক পরিবেশ সৃস্টি করে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষ নিপীড়নের স্বীকার হচ্ছে। শুধু তাই নয় তার এই কর্মকান্ডের মাধ্যমে সমাজে ঘটছে প্রতিনিয়ত নানা অঘটন। অথচ আমাদের চারপাশে খুজলে অসংখ্য লোক পাওয়া যাবে যারা সমাজের উপকারে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। কিন্তু তাদের আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যার্থ হই। ফলে সমাজে এর প্রভাব পড়ে। সমাজের মানুষ উপকারের পরিবর্তে ভোগ করেন দূর্বীসহ জীবন।

মূল্যায়ন: সমাজে বিভিন্ন ধরনের অপরাধীদের আমরা খুব ভালোভাবে মূল্যায়ন করি। কিন্তু সমাজের একজন সত্যিকারের উপকারী মানুষকে আমরা কখনও প্রয়োজন অনুভব করি না। আর এ কারণেই সমাজে অপরাধীদের দৌরাত্ব বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপ্রীতিকর ঘটনার স্বাক্ষী হচ্ছি। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অপরাধীদের নিজ প্রয়োজনে নিজেদের ছত্রছায়ায় রাখছি। একজন মানুষ হিসেবে আমাদের এ কাজ করার কথা ছিল না। কিন্তু আমরা আমাদের নিজ প্রয়োজনে কিংবা নিজ স্বার্থে এ সকল জঘন্য কাজগুলো করে যাচ্ছি। যা অনেক কে আর্থিক ভাবে মজবুত করছে অন্যদিকে ক্ষমতার বলয় তৈরি করছে। এসব কারণে একজন মানুষের পক্ষে অপরাধী হয়ে ওঠা খুব সহজ সাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে।

অপরাধ: বিভিন্ন সময় আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি হত্যা, জখম, ছিনতাই, চাঁদাবাজী, নৈরাজ্য, সুদ, ঘুষ, প্রতারণা, লুটপাট, দূর্নীতি, অবৈধ অর্থ উপার্জনের মতো ঘটনা। দেখছি বিচারহীনতা, আমলাতান্ত্রিক জিটিলতা, স্বচ্ছতা ও জবাব দিহিতার অভাব, আইনের সু-শাসন প্রতিষ্ঠার অভাব, বেকারত্ব, দারিদ্রতা সহ নানা বিষয়। যা আমাদের কে ঠেলে দিচ্ছে অন্ধকার কুপের মধ্যে। শুধু তাই নয় অপরাধ কে ঢাকতে করা হচ্ছে আবার নতুন করে অপরাধ। আর জন্ম নিচ্ছে নতুন করে নতুন অপরাধী। ফলে সামাজিক ব্যবস্থায় এর প্রভাব পড়ছে ব্যাপক মাত্রায়। শুধু তাই নয় আমরা কোন কোন ক্ষেত্রে নিরুপায় হয়ে এসব অপরাধকে নীরবে মেনে নিচ্ছি। অনেকেই শুধু দিন গুনছি এসব থেকে মুক্তি পাবো কবে?


অপরাধের স্বর্গরাজ্য: যতদিন পর্যন্ত মানুষ নিজে থেকে পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত একটি সুন্দর পরিবার, সমাজ কিংবা রাস্ট্রের কথা চিন্তা করা শুধুমাত্র কল্পনা ছাড়া আর কিছুই না। এটা কেবল এমন নয় যে আপনি বা আমি একটি শ্রেণীকে শিক্ষিত বা দক্ষ করে গড়ে তুললেই সমস্যার সমাধান হয়ে যাবে। সামগ্রিক ভাবে দেশের সবাইকে যদি নৈতিক চর্চার আওতায় না আনা যায় তবে অপরাধ প্রতিনিয়ত দৃশ্যমান হতে থাকবে। মানুষ ভেদে অপরাধ বিভিন্ন রকমের সংগঠিত হয়ে থাকে। আর অপরাধীরা গড়ে তোলে নিজ ভুবনে অপরাধের স্বর্গরাজ্য।

করণীয়: যে যার জায়গা থেকে নৈতিক চর্চার বিষয়গুলোকে বেশি বেশি প্রচার করা। সৃজনশীল কাজগুলোকে সবজায়গায় ছড়িয়ে দেওয়া। যেমন: কবিতা, গল্প, ছাড়া সহ বিভিন্ন নৈতিক বিষয়ে লেখালেখী করতে অন্যদের কে আগ্রহী করে তোলা। এ সকল কাজ যারা দায়িত্ব নিয়ে করছেন তাদের পাশে দাড়ানো। বিশেষ করে যারা সমাজে বিভিন্ন ভাবে তাদের কাজ ও কথা দিয়ে অবদান রাখছেন তাদের সাহয্য করতে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে আর্থিক ভাবে সহায়তা করা। যাতে করে তারা সমাজ ও দেশের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারে। অর্থাৎ তাদের ভালো কাজের প্রশংসা করা। তাদের কে ভালো কাজ করতে অনুপ্রাণীত করা। নতুন লেখক ও পাঠক সৃষ্টিতে মন দেওয়া। ন্যায়ের পক্ষে দাড়ানো আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলা। নিজেকে অর্থলোভী আর স্বার্থপর না বানিয়ে দেশ ও দশের সেবায় উৎসর্গ করা।

আসুন সামাজিক ও রাস্ট্রীয় অপরাধ থেকে নিজেকে বিরত রাখি। দেশ ও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করি। মানুষের উপকারে আসি। কারও ক্ষতি না করি। আগামী দিনের নতুন যাত্রায় সবাই সবার পশে দাড়াই। ধরণীর প্রতিটি শিশুর মুখে হাসি ফুটুক। সুন্দর এক আগামীর পৃথিবী গড়তে সকল অন্যায়, অত্যাচার হতে নিজেকে বিরত রাখি। আমরাই গড়বো আগামী দিনের সুন্দর পৃথিবীর ভবিষ্যত। থাকবেনা আর কোন মারামারি হানাহানি কিংবা হত্যা বা অপরাধ। আসুন আমরা সুশীতল, সুন্দর এক পৃথিবীর প্রত্যাশায় আমরা আমাদের জীবনকে করি সুন্দর ও উপভোগ্য। যেখানে আগামীদিনে সবাই সবার উপকারে আসবে। সবাই সবাইকে ভালোবাসবে।

Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)