Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

অভিনেতা মাসুদ আলী খান আর নেই


অবেলার ডাক।। অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গ্রিনরোডে তার নিজ বাসায় তিনি মারা যান। তার পরিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। মাসুদ আলী খানের বয়স হয়েছিল ৯৫ বছর। গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

মঞ্চে অভিনয় দিয়ে তারা যাত্রা শুরু। এরপর ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক হয় গুণী এই অভিনেতার। এছাড়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেরও নজর কেড়েছেন সবার। গত পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন বাংলা নাটকের এক পরিচিতি মুখ। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়। আর সাদেক খানের ‘নদী ও নারী’ দিয়ে বড় পর্দায় পথচলা শুরু হয় তার।

ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন। মাসুদ আলী খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। তার অভিনীত কয়েকটি নাটক কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।