Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

জোছনা


জোছনা
রাজু ইসলাম

তোমায় দেখবো বলে গভীর রাতে
একা জেগে থাকি,
তোমায় দেখবো বলে সপ্ন হাজার
দুই চোখেতে আকি

তোমায় নিয়ে যাই হারিয়ে
ঐ সাগরের মাঝে,
তোমায় দেখি বাসার ছাঁদে
একা ঠায় দাঁড়িয়ে

দেখবো তোমায় দূর পাহাড়ের
লতায় ঘেরা বনে,
দেখবো তোমায় মধু চন্দ্রিমায়
প্রিয় জনের সনে

তুমি আমার প্রিয় জোছনা
তুমি ই প্রিয় চাঁদ,
তোমায় দেখবো খুব আনন্দে
এটাই আমার স্বাদ।

ঢাকা।