রাজু ইসলাম
তোমায় দেখবো বলে গভীর রাতে
একা জেগে থাকি,
তোমায় দেখবো বলে সপ্ন হাজার
দুই চোখেতে আকি
তোমায় নিয়ে যাই হারিয়ে
ঐ সাগরের মাঝে,
তোমায় দেখি বাসার ছাঁদে
একা ঠায় দাঁড়িয়ে
দেখবো তোমায় দূর পাহাড়ের
লতায় ঘেরা বনে,
দেখবো তোমায় মধু চন্দ্রিমায়
প্রিয় জনের সনে
তুমি আমার প্রিয় জোছনা
তুমি ই প্রিয় চাঁদ,
তোমায় দেখবো খুব আনন্দে
এটাই আমার স্বাদ।
ঢাকা।