প্রশ্ন?
শনিবার, জুন ০১, ২০২৪
প্রশ্ন?
মোঃ সিদ্দিক মীরবহর
হাজার রকম প্রশ্ন আসে
মিলছে নাতো জবাব তার?
পৃথিবীটা শূন্যের ওপর
কে রেখেছে অনন্তর?
চাঁদ শুরুজ আর গ্রহ তাঁরা
কার হুকুমে চলছে তারা?
কোটি কোটি তাঁরা গুলো
কোত্থেকে পায় এতো আলো?
মেঘ গুলো সব কিসের বলে
নীল আকাশে ছুটছে চলে?
পানি কেন বাস্প হয়ে
ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে?
এতো গভীর সাগর গুলো
কেমন করে হইলো বল?
পানি ভরা সাগরেতে
লবন আসে কোথা থেকে?
পাহাড় পর্বত যেথায় আছে
এতো উঁচু কে করেছে?
হাজার মজার ফলের রসে
কোথা থেকে মিষ্টি আসে?
হাজার গাছের ফুলের থেকে
ঘ্রাণ আসে কোথা থেকে?
কেমন করে বাতাস দিয়ে
প্রাণীরা সব বেঁচে থাকে?
প্রথম রুহু কেমনে আসে
আবার চলে যায় সে কোন সে দেশে?
অল্প জ্ঞান আর সম্পদ করে
মানুষ কেনো বরাই করে?
সব উত্তরের মালিক যিনি
যাকে আমরা প্রভু মানি।
নলছিটি, ঝালকাঠি।
Tags