মেঘের কান্নায় বন্যা
শেখ মোমতাজুল করিম শিপলু
মেঘ জমেছে মেঘ জমেছে
পড়লো রবি ঢাকা,
গুড়ুম গুড়ুম আওয়াজ আসে
ছুড়ছে গুলি ফাঁকা।
ক্ষাণিক পরেই কাঁদছে আকাশ
পড়ছে যে জল ঝরে,
মাঝে মাঝে ছুঁড়ছে যে ঢিল
বরফ জমাট করে।
পড়ছে যে জল ঝরে,
মাঝে মাঝে ছুঁড়ছে যে ঢিল
বরফ জমাট করে।
মেঘের ভেলা আকাশ জুড়ে
চাঁদ মামা কই আয়রে,
আঁধার করে রাখছে ধরা
নাইরে আলো হায়রে।
চাঁদ মামা কই আয়রে,
আঁধার করে রাখছে ধরা
নাইরে আলো হায়রে।
সূর্য্যি মামার জামা খোলা
বৃষ্টি ভেজা কান্না,
অবশেষে বৃষ্টির দেখায়
দেশে এলো বন্যা।
বৃষ্টি ভেজা কান্না,
অবশেষে বৃষ্টির দেখায়
দেশে এলো বন্যা।
আমিনবাজার, সাভার, ঢাকা।