
সুখ পাখি
মোঃ সিদ্দিক মীরবহর
সুখ পাখিকে দেখতে যদি
তোমরা সবে চাও,
চার বছরের শিশুর কাছে
সোজা চলে যাও।
কাজ নাই কর্ম নাই
নেইকো কোন চিন্তা,
লেখা নেই পড়া নেই তার
খেলায় কাটায় দিনটা।
ভালো মন্দ বুঝেনা সে
হিংসা, দেমাগ নাই,
কথা বলে হেসে খেলে
দিন গুলো কাটাই।
খাবার চিন্তা নেইকো তার
সহজ, সরল দেলটা,
সবাই ভালো বাসে তারে
হাসি-খুশি মনটা।
মোঃ ছিদ্দিক মীরবহর
নলছিটি, ঝালকাঠি।