Hot Widget


Type Here to Get Search Results !

দূর্নীতি

 


দূর্নীতি
মোঃ রিসালাত মীরবহর


দূর্নীতি করে যারা
আজ হচ্ছে বড়লোক,
তারাই আবার দেশ গড়বে
বলছে সে নাকি সমাজ সেবক।

দেশের টাকা মেরে তারা
করছে বিদেশ পাচার,
দেখার কেউ নেই ভাই
গরীবের চেষ্টা এখন কেবলই বাঁচার।

ঘুষ, চুরি আর দূর্নীতি করে
ছেড়ে গিয়ে দেশ,
রয়েছে আয়েশি জীবনে
আহা কি সুন্দর বাংলাদেশ।

স্বাধীন করতে গিয়ে দেশ
মানুষের জীবন শেষ,
রাখছে জীবন বারবার বাজি
তবুও আছে কিছু শকুন আর পাজি।

নিজের জমি ঠিক করতে গিয়ে
দিতে হয় ঘুষের টাকা,
অফিসের বড়বাবু রাগ করবেন
যদি তার পকেট থাকে ফাকা।

রাজনীতির নামে শকুনেরা
করছে মানুষের টাকা ভাগাভাগি,
মোদের সোনার বাংলায় ভাই
ঘটছে এসব কি?

আপামর মানুষের কন্ঠে ভাই
দেশ গড়ার আওয়াজ,
পিছনে বসে ধ্বংসে মেতেছে
শকুনেরা করছে সর্বনাশ।

ঘুষের টাকা লেনদেন হয় যদি
কাজ হয়ে যাবে আগে ভাগে,
ঘুষ না পেয়ে বড়বাবু বলেন
জানিনা কাজ হবে কবে?

সবার চেষ্টা ভাই
চোখে স্বপ্নের দেশটা তাই,
শকুনেরা সব ওৎ পেতে আছে
কত বেঈমানরা আছে ষরযন্ত্রের পাছে।

কিছু হায়না ধরছে বায়না
মানুষের জমি নিয়ে কারাকারি,
অফিসের বড় বাবুরা বলেন
ভাই করবেন না আর বাড়াবাড়ি।

এতো কষ্টের স্বাধীনতা আজ
বিলীন হায়নাদের দাপটে,
নিত্য করে মানুষ আহাজারী
ন্যায় বিচার পাবে কোত্থেকে?

Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)