Hot Widget


Type Here to Get Search Results !

নদীর পাড়ে বাড়ি আমার

নদীর পাড়ে বাড়ি আমার
মোঃ রিসালাত মীরবহর

নদীর পাড়ে বাড়ি আমার
নদীর পাড়ে ঘর,
সেই নদীতে পড়ছে এক
মস্ত বড় চর।

শেষ বিকালে যাই হেঁটে
নদীর ঐ তীরে,
দেখি কত পাখ-পাখালি
ঘুরছে আকাঁশটিতে।

সন্ধ্যে হলে ফিরি ঘরে
চাঁদের আলোয় উঠান ভরে,
দূরের ঐ কাঁশ বনে
শেয়াল ডাকে আপন মনে।

কুপির আলোয় পড়তে বসে
জোঁছনা যখন যায় হারিয়ে,
ভয়ে তখন হাত বাড়িয়ে
মাকে ডাকি কাছে আয়রে।

মা তখন আদর করে
বলে খোকা ঘুমিয়ে যারে,
আমি আছি তোর কাছে
ভয় নেই তোর আশেপাশে।

মায়ের কথায় শান্ত হয়ে
ঘুমিয়ে যাই নির্ভয়ে,
নানা পাখির কলোতানে
ঘুম ভেঙ্গে যায় সকাল হলে।

সম্পাদক। অবেলার ডাক
বরিশাল সদর, বরিশাল।