অবেলার ডাক।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের পর অনেকেই ভেবেছিল দেশের আর্থ-সামজিক অবস্থার উন্নতি হবে। তবে গত দু’মাস পার হলেও দেশের অর্থনৈতিক অবস্থার তেমন কোন সুফল ভোগ করতে পারেনি সাধারণ মানুষ। বরং বিভিন্ন অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও পণ্যের ক্রাইসিস দেখিয়ে বাড়ানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। যা অনেকটা বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে।
প্রতিনিয়ত ডিম, মাছ ও সবজি সহ বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় সব খাদ্য সামগ্রীর দাম। এমন লাগামহীন মূল্য বৃদ্ধিতে এক প্রকার অসহায় অবস্থায় পড়েছে সাধারণ মানুষ সহ নিম্নবিত্ত আয়ের লোকেরা। চলতি মৌসুমে ইলিসের পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও বাস্তবে বাজার মূল্য অনেকের ক্রয় ক্ষমতার বাইরেই রয়ে গেছে। অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে এমনি হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন মহল।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম :-
আজকের কাঁচাবাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে শিম, কাঁচামরিচ ও ধনেপাতা; প্রতিটিই বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য সবজির মধ্যে ভারতীয় টমেটো ২৬০ টাকা, দেশি গাজর ১৫০ টাকা, চায়না গাজর ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ১২০ টাকা, কালো গোল বেগুন (তালবেগুন) ১৮০ টাকা, শসা ৮০-১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, পটল ৮০-১২০ টাকা, চিচিঙ্গা ৯০ টাকা, ধুন্দল ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ১৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ও চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা, আর লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা করে।
সাধারণ মানুষের দাবী, ক্রয়ক্ষমতা কে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। বিশেষ করে বাজার মনিটরিং ব্যবস্থাকে সম্প্রসারণ করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া জরুরী হয়ে দাড়িয়েছে।