Hot Widget


Type Here to Get Search Results !

ইসরায়েল কে রক্ষায় এবার থাড মোতায়ান করবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক।। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা এবং সামরিক দল পাঠানোর ঘোষনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রবিবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলকে রক্ষায় থার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি এবং তা চলাতে সেনা সদস্যদের পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে কবে নাগাদ এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করা হবে তা জানাননি মার্কিন কর্মকর্তারা। এর আগে ২০১৯ সালে প্রশিক্ষণ ও বিমান প্রতিরক্ষা মহড়ার জন্য একটি থাড ব্যাটারি ইসরায়েলে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।