Hot Widget


Type Here to Get Search Results !

পরিণাম


পরিণাম
মোঃ সিদ্দিক মীরবহর


আয় করিয়াছি, টাকা রাশি রাশি
দামি দামি ফার্ণিচার,
বহুতলা বাড়ি, সুন্দর নারী
মূল্যবান অলংকার।

ভোগ বিলাসিতা আরো মনে চায়
কতই রয়েছে বাকি?
কত যে পাপের পাহাড় গড়েছি
ইবাদতে দিয়েছি ফাঁকি।

এত সুখের মাঝেতে আমার
কেন যেন ভয় করে,
কখন জানি আজরাঈল এসে
নিয়ে যায় রুহুটারে।

সকলের মায়া ছিন্ন করিয়া
পরকালে চলে যাব,
না ফেরার দেশে মনে লাগে ভয়
কিভাবে একা থাকিব।

আপনজনেরা কাদিয়া বেহুস
রাখিবেনা আর ঘরে,
আমার টাকার ঘরখানি ছেড়ে
আমাকে রাখিবে কবরে।

কত যতনে রেখেছি জগতে
আমার এই দেহখানি,
সবকিছু মোর পড়িয়া থাকিবে
থাকিবনা কেবল আমি।

কবরেতে আমি বড় অসহায়
মাটিতে থাকিবে দেহ,
জীবনের ভুল, দিব যে মাশুস
কাছে থাকিবেনা কেহ।

মোঃ ছিদ্দিক মীরবহর
নলছিটি, ঝালকাঠি।