Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

দেশের যে রাজনৈতিক দলকে আমি সমর্থন করি


মোঃ রিসালাত মীরবহর।। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক চর্চা একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ রাজনৈতিক চর্চা অব্যাহত না থাকলে রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। সেই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দলের কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিষয়ে আলোচানা কিংবা সমালোচনা করা যেমন জরুরী, তেমনি রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটি কে সামনে রেখে রাজনৈতিক দল নির্বাচন করাও জনগণের জন্য অত্যন্ত জরুরী। একটি দেশের গণতন্ত্র সত্যিকার অর্থে সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ধরে রাখতে জনগণের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে অধিক রাজনৈতিক চর্চাও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য হুমকি ও অকল্যাণকর হতে পারে।

রাজনৈতিক দলের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি এবং অবস্থান:
আমি অত্যন্ত স্পষ্ট করতে চাই দেশের কোন রাজনৈতিক সংগঠনের সাথে অতীতেও যুক্ত ছিলাম না এখনও নেই। আমার কাছে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার চেয়ে দেশ, সমাজ ও মানুষের জন্য কাজ করে যাওয়াটা সবচেয়ে বেশি জরুরী বলে মনে হয়। আমি মনে করি একটি রাজনৈতিক দল করার আগে মানুষের অধিকার, বাক স্বাধীনতা, দারিদ্রতা, বেকারত্ব, দুর্নীতিমুক্ত দেশ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধ, মাদকমুক্ত, ছিন্নমূল মানুষের সমস্যার সমাধান, সাম্য, সম্প্রীতি, পারস্পরিক সহ অবস্থান, সুশাসন, জাতীয় স্বার্থ, নাগরিক অধিকার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জীবনযাত্রার মান উন্নয়ন, বিচার ব্যবস্থা, ঘুষ বাণিজ্যের অবসান ইত্যাদি সহ সর্বপরি দেশ ও জাতির সত্যিকারের কল্যাণের বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া উচিত। যেখানে কোন বৈষম্য থাকবেনা। যেখানে সকল বিষয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। যেন আমরা দিনশেষে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নীচে এসে সবাই একসাথে বাংলাদেশী হয়ে বেঁচে থাকতে পারি।

আমার কাছে চাটুকারিতার কোন স্থান নেই। কারও দাসত্ব বরণ করে চাটুকার সেজে ব্যাক্তিগত ফায়দা হাসিলের চিন্তা বা চেতনা কোনটাকেই আমি সমর্থন করি না। আমি অতি সামান্য ও নগণ্য একজন মানুষ। তাই সামান্য হয়েই বেঁচে থাকতে চাই। তারপরও নিজস্ব একটি অবস্থান থাকে। দেশে যদি কখনও অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তাতে ভোট প্রদানের মাধ্যমে একজন সাধারণ নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে চাই। তাই আমার জ্ঞান, বিবেক ও বুদ্ধি থাকাকালীন সেই মতামত কারও হাতে তুলে দেওয়া কিংবা বিক্রি করে দেওয়ার মতো কোন ইচ্ছে কিংবা মানসিকতা কোনটাই আমার নেই। তবে দেশ ও জাতির প্রয়োজনে যে কোন ভালো কাজ করতে আগ্রহী রয়েছি। যেহেতু আমি একজন সামান্য লেখক, তাই গণমানুষের হয়ে কথা বলাই আমার নৈতিক দায়িত্ব ও অবস্থান হওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষত্রে দল, মত কিংবা চাটুকারিতা আমার কাছে প্রাধান্য পাবে না। সত্যিকারে ন্যায়ের পক্ষে থাকা দেশের সকল মানুষের প্রতি আমার সমর্থন সবসময়  অব্যাহত থাকবে।

একজন সচেতন নাগরিক হিসেবে আমি একটি রাজনৈতিক দলকে ততক্ষণই ভালো দৃষ্টিতে দেখবো যতক্ষণ সে আমার দেশ ও জাতীর স্বার্থকে প্রাধান্য দিবে এবং সত্যিকারের গণমানুষের কথা বলবে, মানুষের সকল অধিকার গুলোকে নিশ্চিত করবে। তাই আগে দেশ ও দেশের মানুষের স্বার্থ এরপর রাজনৈতিক দল। সবার আগে আমি আমার দেশকে ভালোবাসি, ভালোবাসি এ দেশের মাটি ও মানুষকে। তাই একজন ছোট সাহিত্য প্রেমী হিসেবে আমার কাছে সবার আগে আমার দেশের স্বার্থ ও গণমানুষের অধিকার কে সর্বোচ্চ স্থানে রাখতে চাই। এছাড়া কোন রাজনৈতিক দল বা মত যদি দেশ ও জাতির স্বার্থ বিরোধী হয়ে ওঠে, তবে সে যে দলের কিংবা মতেরই হোক না কেন তাকে আমি বিনা দ্বিধায় বর্জন করতে প্রস্তুত রয়েছি। এমন কি আমার পরিচিত কিংবা অপরিচিত কারও কথা বা কার্যক্রমগুলো যদি আমার কাছে দেশ ও জাতির বিরুদ্ধ মনে হয় তবে আমি তাকে সেভাবেই মূল্যায়ন করবো।

আসুন আমরা একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ বি-নির্মানে এগিয়ে আসি। নিজে দুর্নীতিমুক্ত হই এবং অন্যকেও দুর্নীতিমুক্ত করতে উৎসাহিত করি। ভোট আপনার আমার নাগরিক অধিকার। সত্যিকারের সৎ ও যোগ্য মানুষকে আপনি আপনার মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করুন। যাতে তার দ্বারা দেশ ও মানুষের কোন ক্ষতি না হয়। আর যেন আমাদের কোন ভাইকে গণতন্ত্রের জন্য লড়তে গিয়ে রাস্তায় জীবন বিলিয়ে দিতে না হয়। আপনার ভোট আপনার অধিকার। সামান্য স্বার্থ আর অর্থের বিনীময়ে আপনি আপনার মূল্যবান ভোট টি কোন দুর্নীতিগ্রস্থ, অসৎ, অর্থ পাচারকারী, জনস্বার্থ বিরোধী মানুষের হাতে তুলে দিবেন না। রাজনৈতিক দল দেখে নয় বরং একজন সৎ ও যোগ্য ব্যাক্তি দেখে আপনি আপনার মূল্যবান ভোট প্রদান করুন। যে কিনা দেশ ও জাতির সত্যিকারের কল্যাণ ও উপকারে আসতে পারবে। তাই দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য হুমকি নয় এমন রাজনৈতিক দলের ব্যাক্তিকে নির্বাচিত করাই হবে সত্যিকারের দেশপ্রেমিকের কাজ।

Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)