বসন্তের শীত
আব্দুস সাত্তার সুমন কৃষ্ণচূড়া কোকিল ডাকে
কদম চূড়ার ডালে,
বসন্তের শীত মিষ্টি রোদে
বইছে তালে তালে।
ফাল্গুনীরা ফিরে এলো
সোনালী রুপের সাজে,
বৈশাখেরই আগমনী
ছয় ঋতুর মাঝে।
ভালোবাসা দিবসেতে
ফুলের সমাহার,
রমজানেরই পদার্পণে
মুক্তবিলায় হার।
একুশেরই ফেব্রুয়ারি
বইয়ের আয়োজনে,
ভাষা দিবস আমায় যেন
লাল সবুজে টানে।
পিঠাপুলি নানান মেলায়
কাটেনি সেই রেস,
গরম গরম বইছে ভবে
বসন্তের শীত শেষ।
ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ।