Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

এবার চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন সম্পাদকের স্ত্রী

 


নিজস্ব প্রতিবেদক।। এবার জনপ্রিয় অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর এর স্ত্রী চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি ঢাকায় একটি চাকরির জন্য মেসে থাকতে শুরু করেন অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর। সেখানে প্রথমে মেসের একজন সদস্য চিকেন পক্সে আক্রান্ত হন। আক্রান্ত ব্যাক্তি বাড়ি চলে যাওয়ার ২/১ দিন পরেই জ্বর অনুভব করতে শুরু করেন অবেলার ডাক সম্পাদক। এরপর তিনিও বাড়ি চলে আসেন।

বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী। ইতোমধ্যে তিনি জ্বরে ভুগছেন। এ বিষয়ে সম্পাদক মোঃ রিসালাত মীরবহর অবেলার ডাক কে জানান, এল.এল.বি ফাইনাল বর্ষের পরীক্ষা চলমান রয়েছে তার স্ত্রীর। শারিরীক ভাবে বেশ অসুস্থ থাকায় স্ত্রীর এল.এল.বি ফাইনাল পরিক্ষা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

উল্লেখ্য, প্রায় ২১ দিন সেবা করার পর নিজেই চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন সম্পাদকের স্ত্রী। সম্পাদক সবার কাছে তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।