নার্গিস আক্তার
ফুলকুঁড়িরা আয়রে ছুটে
শহীদ উঠলো জেগে,
ফুলের মালা গাঁথবো মোরা
ফুল নিয়ে আগে।
ভোর সকালে ফুল ফুটে
ফুলের বাগিচায়,
প্রজাপতির গুনগুন গান ধরে
ফুল বাগিচায়।
খোকা খুকু হাত দেয় ফুলে
ঘুম ভাঙ্গে ফুলকলি,
কষ্ট পেয়ে ভাঙ্গে বুক
দুঃখ রয় ফুলকলি।
!doctype>
!doctype>