
টাকা
মোঃ রিসালাত মীরবহর
টাকা কষ্ট টাকা নষ্ট
টাকা হলো প্রেসান,
টাকা ছাড়া নাই কেউ পাশে
থাকলে টাকা ভাগ্যবান।
টাকা থাকলে ভালোবাসা
না থাকলে ভাই কি চান?
টাকায় বাড়ে আত্মীয়তা
সম্পর্ক হয় বেগবান।
টাকায় চলে কোর্ট কাচারি
সাথে রয় উকিল মুহুরী,
টাকায় মেলে দামী গাড়ি
সঙ্গে থাকে কত রমনী।
টাকায় চলে কল কারখানা
বউ ধরে কত বাহানা,
টাকা বেশি হলে পড়ে
পরোকিয়া করে মরে।
টাকায় হয় বন্ধু-বান্ধব
খুজে বেড়ায় তখন মাদক,
টাকায় হয় সম্পর্ক নষ্ট
মনে তখন বেজায় কষ্ট।
টাকা কষ্ট টাকা নষ্ট
টাকা হলো প্রেসান,
টাকা ছাড়া নাই কেউ পাশে
থাকলে টাকা ভাগ্যবান।
Risalat Mirbahar
Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)
☛ অনুগ্রহ করে অন্যান্য সেবা পেতে ভিজিট করুন: (Click)