অবেলার ডাক।। ২০২২ সালের মাঝামাঝি সময়ে অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিবারের যাত্রা শুরু হয়। এরপর থেকেই নিয়মিত অনলাইন সংস্করণ ও প্রিন্ট সংখ্যা প্রকাশ হতে থাকে। প্রথম দিকে পাঠক সংখ্যা বৃদ্ধি না পেলেও পরবর্তীতে আস্তে আস্তে অনলাইন ও প্রিন্ট ম্যাগাজিনের পাঠক সংখ্যা বৃদ্ধি পায় দেশের বিভিন্ন প্রান্তে।
দেশের পাশাপাশি দিন দিন বিদেশেও জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছে অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিন। বিশেষ করে এর অনলাইন সংস্করণ দেশের সীমানা পেড়িয়ে আলো ছড়াচ্ছে বিদেশের মাটিতে। দেশের বাইরে সবচেয়ে বেশি পাঠক তৈরি হয়েছে ইউরোপের দেশেগুলোতে।
এ তালিকার শীর্ষে অবস্থান করছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। ইউরোপের এ দেশটিতে অবেলার ডাক এর পাঠক সংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। তবে এর পাশাপাশি আরও বেশকিছু দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অবেলার ডাক সাহিত্য ম্যাগাজিন। আর এ তালিকায় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ব্রাজিল, জার্মানি, আয়ারল্যান্ড ও সিংগাপুর।
অন্যদিকে অবেলার ডাক অনলাইন পাঠক তালিকার শীর্ষ অবস্থানে ফিরেছে বাংলাদেশ। এছাড়া পাঠক তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস্, তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ও চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর জানান, এমনটি হবে আগে কখনও ভাবিনি। এটি আসলে স্বপ্নের মতো। তিনি বলেন, তার এই ছোট উদ্যোগ আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে জনপ্রিয়তা অর্জন করেছে। এটি আসলে একটি আনন্দের বিষয় এবং আমার জন্য অনেক বড় পাওয়া।
তিনি অবেলার ডাক নিয়মিত পড়ার জন্য ইউরোপের পাঠক সহ সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে নেদারল্যান্ডস ও রাশিয়ার লেখক, কবি, সাহিত্যিক ও পাঠক সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করেছেন।
অবেলার ডাক সম্পাদক মোঃ রিসালাত মীরবহর আরও জানান, সবার সহযোগীতা পেলে তিনি আরও ভালো কাজে নিজেকে যুক্ত করতে চান। বিশেষ করে মাদক মুক্ত বিশ্ব, আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিল্প ও সাহিত্য, বেকারত্ব, দারিদ্র বিমোচন, বাল্য বিবাহ রোধ সহ নানা সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী রয়েছেন।
তিনি আরও জানান, সুন্দর একটি পৃথিবী গড়তে সুস্থ ধারার সাহিত্য চর্চা হতে পারে সুন্দর একটি মাধ্যম। তিনি সুন্দর সাহিত্য চর্চার মধ্য দিয়ে সুন্দর একটি পৃথিবী গড়ার প্রত্যায় ব্যাক্ত করেছেন। এছাড়া তিনি দেশের সকল লেখক, কবি ও সাহিত্যক সহ সকল পাঠকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
[গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে অবেলার ডাক পাঠক সংখ্যা]
Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)