অবেলার ডাক।। আগামীকাল (১৬, নভেম্বর ২০২৪) দেশের অন্যতম সাহিত্য সংগঠন ‘অবেলার ডাক’ সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে থাকছেন ‘অবেলার ডাক’ যুগ্ম-সম্পাদক মোসাঃ ইমা আক্তার।
সবশেষ ২০১৮ সালে ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সফর করেছিলেন রাজধানীতে। দীর্ঘদিন পর ঢাকায় যাওয়ার বিষয়ে সম্পাদক জানিয়েছেন, মূলত “হৃদয় আকাশে মেঘ” যৌথ কাব্যগ্রন্থ টি প্রকাশের উদেশ্যে রাজধানী ঢাকাতে তার এ সফর।
তিনি আরও জানান, এসময় বিভিন্ন সাহিত্য সংগঠনের সম্মানিত প্রকাশক ও সম্পাদক সহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক ও শুভাকাঙ্খিদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তিনি ঢাকায় অবস্থান কালে একটি সাহিত্য সংগঠনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন।
‘অবেলার ডাক’ কে তিনি আরও জানিয়েছেন, ঢাকা সফর কে কেন্দ্র করে ইতোমধ্যে বেশকিছু সাহিত্যমনা সুহৃদয়ের মানুষ তাকে দেখা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন। এতে তিনি খুশি হয়ে তাদের কে আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করেছেন। উক্ত সফর কে সফল করতে তিনি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।