উদাস কবির মন
মঙ্গলবার, অক্টোবর ০১, ২০২৪
উদাস কবির মন
মোঃ মহিউদ্দিন
গাছের শাঁখে পাখি ডাকে
উদাস কবির মন,
কিচির মিচির ডাকে পাখি
মুখরিত বন।
বাঁশবাগানে পাখির মেলা
কোকিল কুহু কুহু ডাকে,
বগাবগী, পানকৌড়ি ডুবায়
নদীর বাঁকে।
শাপলা,শালুক কি অপরূপ
ফোটে বিলে ঝিলে,
হংস হংসী দলবেঁধে
থাকে খালে বিলে।
পানকৌড়ি মাছ ঠোঁটে
উড়াল দিয়ে চলে,
কানা বগি চুনোপুঁটির ঠোঁটে
করে তুলে।
সারা দিন-ই পাখপাখালি
খেলা করে জলে,
কবি এরূপ দৃশ্য দেখে
হৃদয় তাঁহার দোলে।
ভোলা সদর, ভোলা।
Tags