মানুষ
মোঃ রিসালাত মীরবহর
মানুষ দেখে অবাক হয়ে যাই
এ কেমন মানুষ আমরা ভাই,
মানুষের মাঝে আরেক মানুষ
নাম দিয়েছি অমানুষ তাই।
পরের ক্ষতি করতে পারি
অন্যের উপকারে নাই,
বিষ মাখানো কথা বলি
মানবতা ছাড়িয়ে যাই।
লোভে পড়ে হিংসে করে
বিশ্বাস ভেঙে যাই সরে,
যেমন খুশি মিথ্যে বলে
সবকিছু নেই নিজের করে।
ক্ষনিকের দুনিয়ায়
মানুষের পরিচয়ে,
প্রতারণা, বেঈমানীতে
নিজেকে নেই জড়িয়ে।
কিছু লোক আছে ভাই
নামে মানুষ আমরা,
এই মানুষের মাঝে লুকিয়ে আছে
অমানুষের চামড়া।
Writer & Editor। ObalardakE-mail: obalardak@gmail.comBarishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)
Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)
Mobile: +88 01516332727 (What's App)