Hot Widget

Type Here to Get Search Results !

Headline

Notice: To read this website in your country's language, please change the language. Contact us for advertising: +8801516332727 (What's App) Thank you.

পাখি সব করে রব




পাখি সব করে রব
মদনমোহন তর্কালঙ্কার


পাখী-সব করে রব, রাতি পোহাইল
কাননে কুসুমকলি, সকলি ফুটিল,
রাখাল গরুর পাল, ল’য়ে যায় মাঠে
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।

ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল
পরিমল লোভে অলি, আসিয়া জুটিল,
গগনে উঠিল রবি, লোহিত বরণ
আলোক পাইয়া লোক, পুলকিত মন।

শীতল বাতাস বয়, জুড়ায় শরীর
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির,
উঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ
আপন পাঠেতে মন, করহ নিবেশ।

মদনমোহন তর্কালঙ্কার: ১৮১৭ খ্রিষ্টাব্দে কলকাতার নদিয়া জেলার বিল্বগ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন তিনি। ফোর্ট উইলিয়াম কলেজের সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। সব মিলিয়ে ১৪টি সংস্কৃত বইয়ের সম্পাদনা করেন তিনি। শিশুদের শিক্ষার জন্য নানা রকম লেখনী সৃষ্টি করেছিলেন এই গুনী মানুষটি। ১৮৫৮ সালের ৯ মার্চ কলেরায় আক্রান্ত হয়ে মারা যান মদন মোহন তর্কালঙ্কার।