
ডাকাত ও ডাক্তার
মোঃ ছিদ্দিক মীরবহর
ডাকাত ডাকিয়া বলে
ওহে ডাক্তার ভাই,
তোমার আমার ভিতর
কোন তফাত নাই।
হরফের দিক দিয়ে
তেমন অমিল নাই,
অক্ষর একটা বেশি আছে
হিসাবেতে পাই।
তুমি থাক মহাসুখে
অট্টালিকার উপরে,
আমি থাকি কুড়ে ঘরে
কখন জানি পুলিশ ধরে।
আমি ধারালো চাকু দিয়া
করি ডাকাতি,
তুমিও তো এটা দিয়ে
করো কাটাকাটি।
ডকাতি করে আমি
একবারই নি,
ডাক্তার কতবার টাকা পাও
হিসাব করেছো কি?
নলছিটি, ঝালকাঠি।
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]