অবেলার ডাক।। ইচ্ছা থাকলে অনেক ভালো কাজ করা যায়। একটি মানুষের টাকা থাকতে পারে কিন্তু ভালো মন থাকা সত্যিই বড় একটি বিষয়। আমরা প্রায়ই সমাজের নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বলে থাকি “আজও পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে”। আমি খুব সাধারণ একটি মানুষ, হয়তো আমার লেখনি প্রতিভা ততটা সমৃদ্ধ কিংবা প্রসিদ্ধ নয়। তারপরেও সাহিত্য জগতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। হয়তো নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি সাহিত্যকে। সফল হবো নাকি ব্যার্থ হবো জানিনা। যাই হোক না কেন আমার কোন আফসোস নেই। কারণ এই সাহিত্য জগতে আসার উদ্দেশ্য একটাই অন্তত দেশের মানুষের জন্য কিছু করা।
যতটুকু পারছি নিজের অবস্থান থেকে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিভাবান লেখক তৈরির কাজ করে যাচ্ছি। দুটি বিষয় নিজে কাজ করার জন্য সাহিত্য জগতে পা রেখেছি। একটি হলো বিশেষ করে তরুণরা যাতে মাদকাসক্ত কিংবা সামাজিক অপরাধে জড়িয়ে না পড়ে তার জন্য কাজ করে যাচ্ছি। অন্যটি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাটা আমাদের জন্য খুব বেশি জরুরী। একটি ছেলে বা মেয়ে যদি আমার এই অবেলার ডাকের মাধ্যমে তাদের ভুল পথকে পরিবর্তন করে সাহিত্য চর্চায় মনযোগী হয়ে সঠিক পথে আসতে পারে তবেই আমি স্বার্থক।
কিছুদিন আগে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে আমাদের প্রতিনিধি নাঈম ও তার সহযোগীদের নিয়ে সফল ভাবে অনুষ্ঠানটি শেষ হয়। কিন্তু পুরুস্কার বিতরণী অনুষ্ঠান করা সম্ভব হয়নি। কারণ শিক্ষার্থীদের মাঝে আমি ইসলামিক ও শিক্ষামূলক কিছু বই বিতরণ করতে চাই। সেখানে আর্থিক একটি বিষয় জড়িয়ে রয়েছে। আমার একার পক্ষে উক্ত অনুষ্ঠানের ব্যায় ভার বহন করা সম্ভব নয়। তাই আমার ব্যাক্তিগত ফেসবুকে বারবার পোষ্ট করি কিছু বই চেয়ে ভোলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। একটি ভালো কাজ কারতে হলে সবার সহযোগীতা থাকা প্রয়োজন। অন্যথায় সেই ভালো কাজটি বাধাগ্রস্থ হয়ে পড়ে।
কিন্তু পুরুস্কারের জন্য এতো বই আমার পক্ষে ক্রয় করা সম্ভব না। ফলে রিভিউ দেওয়ার উদ্যোগ নিয়ে লেখদের কাছ থেকে বই আনার চেষ্টা করি। ইতোমধ্যে আমার হাতে ৩টি বই এসে পৌছেছে। সবার কাছে সহযোগীতা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেই। অসংখ্য লেখক, কবি ও সাহিত্যিক রয়েছেন আমার ফেসবুকে। রয়েছেন পরিচিতি বন্ধু-বান্ধব, স্বজন ও শুভাকাঙ্খি। কিন্তু ২-৩ জন বাদে কারও সাড়া পাইনি। তখন আমার কাছে মনে হয়েছে যে, আমি আসলে সাহিত্য নিয়ে যে কাজ করছি সেটা সম্ভবত সঠিক নয় কিংবা ভালো কাজের মধ্যে পড়ে না। নিজের মধ্যে কিছুটা হতাশা কাজ করে তবুও আশা ছাড়িনি।
আজ সকালে ফেসবুক ম্যাসেঞ্জারে প্রিয় স্কুল বান্ধবী নিপার ম্যাসেজ। বইয়ের টাকা পাঠাতে চায়। কথাটা শুনতেই মুহুর্তে আনন্দে আমার চোখে যেন ছল ছল করে। এ এক অন্যরকম অনুভূতি। বিকাশ নাম্বার চাইলে আমি তাকে নাম্বার দেই। কিছুক্ষণ পরে আমার মোবাইলে টাকা আসে। সে জানায় এই টাকা দিয়ে বই কিনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে। টাকাটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওর মধ্যের এই ভালো ইচ্ছে শক্তিটা। ওর এই অনুভূতির জায়গাটা। ছোট বড় শিক্ষার্থীদের মাঝে যখন এই বইগুলো বিতরণ করা হবে তখন ওরা কত খুশি হবে। তখন তৃপ্তির একটু পরশ পাওয়া যাবে যে, হয়তো ভালো কিছু একটা করতে পেরেছি এটা ভেবে।
ইচ্ছে শক্তি থাকলে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যায় তার প্রমাণ আমার এই প্রিয় বান্ধবী। একটু বলে রাখি ওর সাথে আমার শেষ দেখা ২০০৪ সালে। আজ প্রায় ২০ বছর হয়ে গেছে। ও খুবই হাসিখুশি একটি মেয়ে। ছোট বেলাতে দেখতাম খুব স্মার্ট ভাবে কথা বলতে অভ্যস্ত। মনটাও অনেক ভালো। সে তার হাসি আর ভালো ব্যবহার দিয়ে ক্লাসের সবাইকে মাতিয়ে রাখতো। যার সাথে কথা বলতো মনে হোত খুব আপন হয়ে কথা বলছে। হয়তো ওর পরিবারের কেউ। ও ছিল খুবই আন্তরিক ও মিসুক প্রকৃতির মেয়ে। ও ছাড়া যেন ক্লাসটা জমতোই না। আজ ২০ বছর পর দীর্ঘ সময় কথা নেই, দেখা নেই অথচ ও আমার অবেলার ডাকে ভোলার অনুষ্ঠানের জন্য বইয়ের টাকা পাঠিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় স্কুলে হারিয়ে গেছি। এটা ভেবে আনন্দ পাচ্ছি যে সাহিত্য নিয়ে আমি যে যুদ্ধটা করছি বা আমি যে স্বপ্নটা দেখছি সে যুদ্ধে ও স্বপ্নের অংশীদার হয়ে আমার পাশে এসে দাড়িয়েছে। হাত বাড়িয়ে দিয়েছে মানুষের জন্য। এই মন মানষিকতা খুব কম মানুষের থাকে।
অনেক মানুষ আছে আমার ফেসবুকে। অনেক সামর্থবান মানুষ আছে পরিচিত যাদের কাছে ৫০টি কিংবা ১০০টি বইয়ের টাকা দেওয়া কোন ব্যপার না। কিন্তু হয়তো কোন কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। আমরা তখনই সমাজকে পরিবর্তন করতে পারবো যখন সমাজ কে আমরা ভালো কিছু উপহার দিব। নিপার মতো করে যদি সবাই যে যার অবস্থান থেকে একটু পাশে এসে দাড়াতো তবে অসংখ্য শিক্ষার্থীর মাঝে হাসি ফুটাতে পারতো অবেলার ডাক।
অবেলার ডাক নিয়ে আজ প্রায় ৩ বছর যাবৎ কাজ করে যাচ্ছি। হাতে গোনা ৪-৫ জন লেখক বাদে সবাই যে যার মতো করে হারিয়ে গেছে। তবুও তাদের কাছে আমি ঋণী। তারাও একসময় অবেলার ডাকের হয়ে কাজ করেছে। তাদের প্রতিও রইলো আমার অফুরন্ত ভালোবাসা। আমরা চাই নিপার মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক, হাত বাড়িয়ে দেক ভালো কাজে। তাহলে উপকৃত হবে দেশ, উপকৃত হবে সমাজ। প্রিয় বান্ধবীর প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।
Writer & Editor: Obalardak
E-mail: obalardak@gmail.com,
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]