মিথ্যার রাজ্য
মোঃ রিসালাত মীরবহর
মূর্খ্যরা সব জ্ঞানী হয়েছে
ধরেছে সমাজের হাল,
গুনীরা সব রয়েছে পড়ে
এভাবেই পার হচ্ছে কাল।
নিজের বেলায় ষোল আনা ভাই
পরের বেলায় নাই,
করছে টাকা কারিকারি
গড়ছে প্রসাদ তাই।
গরীব আরও হচ্ছে গরীব
নাই তো কোন উপায়,
দুষ্টের দল বাসা বেধেছে
দেশটাকে হরণ করছে তাই।
যোগ্য পদে অযোগ্য লোক ভাই
করছে কারাকারি,
জ্ঞানীরা সব ছাড়ছে সমাজ
করছেনা কেউ বাড়াবাড়ি।
মিথ্যের রাজ্যে হারাতে বসেছে
সত্যের সব বাণী,
অন্যায়ের প্রতিবাদ করতে গেলে
মিথ্যাই হয় যে সবচেয়ে দামী।
ঘুষ খোররা ভাই বসে আছে চেয়ারে
ফাইলে উৎসুক জনতার ভীর,
বড় বাবু বলেন দেরি কেন ভাই
তারাতারি করে টাকা আমায় দিন।
হাতে পেয়ে টাকা আনন্দে আত্মহারা
মুচকি হেসে করে মিনমিন,
কাজ হয়ে যাবে খুব তারাতারি
সবুর করুন আর কটা দিন।
এই যদি হয় ধর্ম কর্ম
মানুষ হয়েছো কেন ভাই,
তুমি কি যাবে না ওপারে তাই
ভাবছো বসে খাবে এভাবে কামাই।
Writer & Editor। Obalardak
E-mail: obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, Bangladesh
Mobile: +88 01516332727 (What's App)